
আসসালামু আলাইকুম, কেমন আছেন ? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের “ওয়াইফাই স্পিড ৪ গুণ বাড়িয়ে নিন মোবাইল দিয়ে।” এই ট্রিক্স টি শেয়ার করব।
এখানে মুলত BDIX এর স্পিড কাজ করবে । আপনারা জানেন BDIX এঁর ওয়েবসাইট থেকে কোনো কিছু ডাউনলোড দিলে বুলেটের স্পিডে ডাউনলোড হয়। প্রোক্সি ব্যবহার করে নরমাল ডাউনলোড করলেও আপনি BDIX এর স্পিডে ফাইলটি নামাতে পারবেন।
আপনারা অনেকে Proxifier ব্যবহার করে পিসিতে প্রোক্সি ব্যবহার করেন, আর মোবাইলে প্রোক্সি ব্যবহার করতে গেলে রুট করতে হতো কিন্তু এখন আর রুট পারমিশন লাগবে না।
ওয়াইফাই স্পিড ৪ গুণ বাড়াতে কি কি লাগবেঃ
- মোবাইল
- অবশ্যই ব্রডব্যান্ড (ওয়াইফাই) কানেকশন থাকা লাগবে
- Adguard App – ( Download Link )
- Adguard Setting File ( Created by Nahid Bro)
চলুন এবার শুরু করা যাকঃ
〉প্রথমে নিচে থাকা লিংক থেকে Adguard অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। ( Adguard Download Click Here)
〉এবার অ্যাপ টি ওপেন করুন। নিচের স্কিনশট অনুযায়ী টিক দিয়ে Accept এ ক্লিক করুন।
〉QUICK SET-UP এ ক্লিক করুন ।
〉এবার মেইন কাজ শুরু। এখন Proxy file ডাউনলোড করতে হবে আপনি চাইলে proxydb.net এই ওয়েবসাইট থেকে ম্যানুয়ালি প্রোক্সি অ্যাড করতে পারেন , আপনাদের সুবিধার জন্য নাহিদ ভাই একটা ফাইলে অনেক গুলো প্রোক্সি অ্যাড করে দিয়েছে।⇒ Proxy Dowload
(ডেক্সটপ মোড করে গিটহাব থেকে ডাউনলোড করবেন )
আপনাদের যাদের ফোন root করা তারা অবশ্যই রুট ফাইল টা Import দিবেন
আর যারা নরমাল ইউজার তারা non root ভার্সন Import দিবেন
ফাইল ডাউনলোড করে আনজিপ/এক্সট্রাক্ট করে যেকোনো ফোল্ডারে রাখবেন।
〉এবার Adguard অ্যাপে গিয়ে থ্রি ডট লাইন মেনুতে ক্লিক দিন।
〉তারপর Settings এ ক্লিক দিন
〉তারপর একটু নিচে Import settings এ ক্লিক করবেন।
〉তারপর ফাইল ম্যানেজার থেকে একটু আগে ডাউনলোড করা ফোল্ডারে যাবেন, adguard-settings-by-nahid.json ফাইল টা সিলেক্ট করে Ok তে ক্লিক করুন ইম্পোরট হয়ে যাবে ।
আবার ও বলছি ; আপনাদের যাদের ফোন root করা তারা অবশ্যই রুট ফাইল টা Import দিবেন আর যারা নরমাল ইউজার তারা non root ভার্সন Import দিবেন
〉এবার আপনার কাজ শেষ , এখন আপনি অ্যাপের হোমে গিয়ে Adguard অন করে দিবেন
এবং Settings > Network > Proxy >> অন করে , নিচের যেকোনো প্রোক্সি সিলেক্ট করুন । এবার আপনি কোনো কিছু ডাউনলোড করে দেখুন স্পিড বেড়ে গিয়েছে।
আপনার আরো Proxy লাগলে proxydb.net ওয়েবসাইট থেকে কপি করে ম্যানুয়ালী সেট করতে পারেন।
{ শুধুমাত্র যখন আপনার কোনো বড় কিছু ডাউনলোডের প্রয়োজন পড়বে এবং দ্রুত সময়ে জরুরী কিছু ফাইল ডাউনলোডের দরকার হবে তখনই এই পদ্ধতিতে ডাউনলোড করে নেবেন। সবসময় এটা দিয়ে ব্রাউজিং চালিয়ে গেলে তো ISP এর ব্লক খাবেন। }
আর্টিকেলটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিছু সমস্যা হলে কমেন্ট করবেন অথবা Tech Help BD এই গ্রুপে পোষ্ট করবেন।
ধন্যবাদ
স্পিড কেমন পাওয়া যাবে এতে?
এখানে BDIX এর স্পিড সব সাইটেই পাবা ,
BDIX এর স্পিড সব সাইটেই পাবা ,