
আসসালামু আলাইকুম, কেমন আছেন ? আশা করি আপনারা সকলে ভালো আছেন। অনেক দিন পর আপনাদের জন্য একটা আর্টিকেল লিখতেছি আশাকরি উপকারে আসবে ।
কিভাবে Namecheap থেকে Wordpress হোস্টিং ১ মাসের জন্য ফ্রীতে নিবেন তা বলবো ।
1 Month FREE Wordpress Hosting (EasyWP) From NameCheap – No Credit Card required
সাধারণত নেমচিপ থেকে ওয়ার্ডপ্রেস হোস্টিং এর ১ মাসের ট্রায়াল নিতে গেলে ক্রেডিট / ডেবিট কার্ড লাগে ফলে অনেকের কার্ড না থাকায় ১ মাসের ট্রায়াল নিতে পারেন না । ফেক ক্রেডিট কার্ড বানিয়ে ট্রায়াল নিতে পারবেন।
চলুন শুরু করা যাক ;
প্রথমে (click here) এই লিংকে ক্লিক করে নেমচিপের পেজ এ যান । Try for free তে ক্লিক দিন ,
তারপর এমন একটা পেজ আসবে , যদি আপনার আগে থেকে Namecheap এর অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে Sign in করবেন আর অ্যাকাউন্ট না থাকলে Sign up এ ক্লিক দিয়ে নতুন অ্যাকাউন্ট করবেন ,
অ্যাকাউন্ট Sign in অথবা Sign up হয়ে গেলে এমন একটা পেজ আসবে । এখানে Add Payment Mathod এ ক্লিক দিয়ে Add new Credit Card এ ক্লিক দিবেন , এখন এই ট্যাব টা মিনিমাইজ করে রাখুন,
এখন আমাদের কার্ড লাগবে , কার্ড নিতে হলে (click here) এই লিঙ্কে ক্লিক করুন, তারপর BIN GENERATOR এ ক্লিক দেন,
তারপর BIN এর ঘরে 529750 দিয়ে GENARATE এ ক্লিক দিন ,
ক্রেডিট বানানো হয়ে গেছে কিন্তু এদের মধ্যে বেশিরভাগ কার্ড কাজ করবেনা , একটা একটা করে চেক করতে অনেক সময় লাগবে তাই Bin Checker ব্যবহার করবো। কার্ড নাম্বার গুলো কপি করে নিন,
তারপর Bin Checker ওয়েবসাইট এ যেতে হবে – Click here
এখানে কপি করা নাম্বার গুলো পেস্ট করতে হবে , তারপর Start এ ক্লিক করবেন,
Live এ যতগুলো কার্ড থাকবে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন । প্রথম ১৬ সংখ্যা হলো কার্ড নাম্বার (।) এর পরের টা মাস , তারপরে বছর ও সিভিসি নাম্বার ।
এখন আগের নেমচিপের পেজ এ চলে যাবেন । live এ থাকা কার্ড নাম্বার , মাস, বছর ও সিভিসি কোড বসাবেন,
কার্ড হোল্ডার এর নাম আপনার ইচ্ছা অনুযায়ী দিতে পারবেন ,
ADREESS: Le District New York, NY
CITY: New York
STATES: NY
ZIP CODE: 10080 /10001
ঠিকানা অবশ্যই এটা দিবেন , তারপর Confirm Payment এ ক্লিক দিবেন, কার্ড এড করা সম্পূর্ণ হইছে । এখন আপনার ওয়েবসাইট এর নাম দিয়ে Continue তে ক্লিক দিন,
এখানে ফ্রী ডোমেইন পাবেন অথবা আপনার কেনা ডোমেইন ব্যবহার করতে পারবেন, আবার continue,
যেকোনো একটা থিম সিলেক্ট করুন অথবা স্কিপ করুন,
প্লাগিনও চাইলে নিতে পারেন অথবা স্কিপ করুন
Review Details এ থেকে Continue এ ক্লিক দিন,
“Your website is live” লেখা আসছে তারমানে কাজ সম্পূর্ণ
আপনার Mail এ দেখুন একটা মেইল গিয়েছে সেখানে wordpress admin ইউজারনেম ওপাসওয়ার্ড গিয়েছে
এখন আপনার ইচ্ছা মত আপনার ওয়েবসাইট কাস্টমাইজ করে পাবলিশ করতে পারবেন।
আশাকরি সব কিছু বুঝতে পেরেছেন , কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন ।